ঢাকামঙ্গলবার , ৮ নভেম্বর ২০২২
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর অপসারণের দাবি

বার্তা কক্ষ
নভেম্বর ৮, ২০২২ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের কবর সরানোর দাবি জানিয়েছে ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠন।

আজ মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, অবিলম্বের জিয়াউর রহমানের কবর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান থেকে সরানো না হলে তারা নিজেরাই এই কবর অপসারণের উদ্যোগ নেবে।

মানববন্ধনে ১৯৭৭ সালের ২ অক্টোবর সেনা ও বিমানবাহিনীর সদস্যদের ফাঁসি দেওয়ার দায়ে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারও দাবি করেছেন তাঁদের পরিবার। অন্যথায় নিজেরাই কবর অপসারণের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ওই সময় বিদ্রোহ দমনের নামে ষড়যন্ত্রমূলকভাবে সামরিক বাহিনীর প্রায় দেড় হাজার সদস্যকে অন্যায়ভাবে ফাঁসিসহ নানা দণ্ড দেওয়া হয়েছিল। ইতিহাসে এটি ন্যক্কারজনক ঘটনা। নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ড চালান বলে উল্লেখ করেন সেনা ও বিমানবাহিনীর সদস্যদের স্বজনেরা।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল