ছবির এই সাফল্য নিয়ে টুইট করেছেন ডোয়াইন জনসন। তিনি লিখেছেন, ‘“ব্ল্যাক অ্যাডাম” সিনেমা ইন্ডাস্ট্রির ব্যবসা আরও শক্তিশালী করছে। ছবিটি টানা তৃতীয় সপ্তাহেও বিশ্বের এক নম্বর ছবি। এতে আমি অনেক খুশি।’
এ ছবিতে ‘ব্ল্যাক অ্যাডাম’ চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য রক’খ্যাত জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন। প্রথমবারের মতো ডোয়াইন ডিসি কমিকসের ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া সিনেমায় দেখা গেছে সাবেক ‘জেমস বন্ড’ তারকা পিয়ার্স ব্রসনানকে।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল