ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

আজীবন সম্মাননায় আবুল হায়াত

বার্তা কক্ষ
নভেম্বর ১৫, ২০২২ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন রিপোর্ট

স্যাটেলাইট টেলিভিশনগুলি তাদের নিজেদের নাটক-সিনেমাসহ সকল কন্টেন্টের বিচারেই শিল্পীদের সম্মানিত করার একটি প্রক্রিয়া চালু করেছে। ভারতীয় স্যাটেলাইট চ্যানেল থেকেই মূলত এই ধরনের অনুষ্ঠানের ধারণা শুরু। বাংলাদেশের বেশ কটি চ্যানেল বেশ জমাকালোভাবে এ ধরনের অ্যাওয়ার্ড নিয়মিত আয়োজন করে যাচ্ছে।

এবারে সেই ধারাবাহিকতায় আগামী ১৮ নভেম্বর দীপ্ত টেলিভিশন উদযাপন করতে যাছে তাদের ৭ম বর্ষপূতি তে প্রদান করতে যাচ্ছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’। দীপ্ত অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘আজীবন সম্মাননা’।

এ বছরে ‘দীপ্ত অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা’য় ভূষিত হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত।

এছাড়াও গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্লাটফর্মে আলোচিত একক নাটকগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে। এরই মধ্যে শুরু হয়েছে দর্শকদের ভোট প্রক্রিয়া।

১৯টি ক্যাটাগরিতে দর্শক তার বিবেচনায় সেরা নাটক ও অভিনয়শিল্পীদের ভোট দিতে পারবেন। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।

‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’ এর ক্যাটাগরি ও বিভাগগুলো হলো- একক নাটক (আলোচিত একক নাটক, অভিনয়শিল্পী- পুরুষ, অভিনয়শিল্পী-নারী), ধারাবাহিক নাটক (আলোচিত ধারাবাহিক নাটক, অভিনয়শিল্পী- পুরুষ, অভিনয়শিল্পী-নারী, পার্শ্ব অভিনয়শিল্পী- পুরুষ, পার্শ্ব অভিনয়শিল্পী- নারী), দর্শক জরিপে ডিজিটাল প্লাটফর্মে একক নাটক (আলোচিত একক নাটক, অভিনয়শিল্পী- পুরুষ, অভিনয়শিল্পী- নারী), ডাবিং সিরিয়াল (আলোচিত ডাবিং সিরিয়াল, কণ্ঠাভিনয় শিল্পী- পুরুষ, কণ্ঠাভিনয় শিল্পী- নারী, কণ্ঠাভিনয় শিল্পী পার্শ্ব- পুরুষ, কণ্ঠাভিনয় শিল্পী পার্শ্ব নারী) এবং আলোচিত উপস্থাপক।

‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২’ সরাসরি দীপ্ত টিভিতে আগামী ১৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রচার হবে। অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল