প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২২, ৩:৫৬ অপরাহ্ণ
পাবনায় উত্তরবঙ্গ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
পাবনার মিডিয়া অ্যাসোসিয়েশন আয়োজিত উত্তরবঙ্গ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ২০২২ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর(মুক্ত মঞ্চে)অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠান উদ্বোধন করেন জনপ্রিয় নাট্য অভিনেতা ও বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি সুমন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান,পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা ,পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, র্যাবকো গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান রন্টি, এম এস ল্যাবরেটরীজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক,গ্রেইন প্লাস ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালক সাইদুর রহমান, পাবনা জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ।প্রতিযোগিতায় ৩২ টি চলচ্চিত্র অংশগ্রহণ করে ,তার মধ্যে জুরি বোর্ডের মনোনয়ন প্রাপ্ত ১০ টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।প্রদর্শিত চলচ্চিত্রের মধ্যে নাহিদুজ্জামান নাহিদ পরিচালিত দ্যা এন্সারস শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়।এছাড়া আহার, বৃদ্ধাশ্রম,প্রেক্ষাপট,ও তুমিও বাবা হবে চলচ্চিত্র গুলো পর্যায়ক্রমে ২য়, তয়,৪র্থ ও ৫ম স্থান অধিকার করে। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ কাজল।সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস অনি। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,নাট্য পরিচালক ও অভিনেতা অভিনেত্রী সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক – মোঃ মাহবুবুল আলম
Copyright © 2025 Daily Aromoni Protidin. All rights reserved.