ঢাকাশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

‘নারীদের রিপ্রেজেন্ট করতে চাই’

বার্তা কক্ষ
ডিসেম্বর ১৭, ২০২২ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক

প্রতিটি সিনেমাতেই নিজেকে ভিন্ন ভিন্নরূপে তুলে ধরছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকার। তার শেষ মুক্তি পাওয়া দুটি সিনেমায় অতিরিক্ত ওজনের নারী এবং সমকামী নারীর চরিত্র দুটি সর্বমহলে দারুণ প্রশংসিত হয়। বলা চলে, নিজের মেধা আর অভিনয় দক্ষতা দিয়ে দক্ষিণ ছাপিয়ে বলিউড সিনেমাতেও এখন নিয়মিত মুখ তিনি।

সেই ধারাবাহিকতায় গতকাল ওটিটিতে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘গোবিন্দ নাম মেরা’। এতে তিনি আরেক দক্ষিণী স্টার রাকুলপ্রীত ও বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এই সিনেমাটিতেও ভিন্ন এক ভূমির দেখা মিলবে, সেই আভাস শুরু থেকেই ছিল।

প্রতিটি সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের কারণ প্রসঙ্গে ভূমি সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি বরাবরই এমন নারীর চরিত্রে অভিনয় করতে পছন্দ করি যিনি সমাজে বিদ্যমান রীতিনীতিকে চ্যালেঞ্জ করেন। একজন পুরুষ পর্দায় একটি চরিত্র উপস্থাপন করে যেমন সাড়া ফেলেন আমিও তেমনটাই করতে চাই একজন নারী চরিত্রের মাধ্যমে। আমার মনে হয় এতে করে ভারতীয় সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইন্ডাস্ট্রিতে অবদান রাখতে পারব। নতুন সিনেমাটিতেও তেমনই এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি। আমার বিশ্বাস, সকলেই চরিত্রটির প্রশংসা করবেন।’

‘আমার পছন্দের মানুষ আদিত্য’‘আমার পছন্দের মানুষ আদিত্য’
তিনি আরও বলেন, ‘সিনেমা আমাদের সমাজের বাস্তবতাকে চিত্রিত করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। তাই আমাদের এটিকে আমাদের যথাযথভাভে ব্যবহার করা উচিত। নারী চরিত্রগুলো এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে চরিত্রটি দেখে অন্য নারীরা অনুপ্রাণিত হতে পারে।’

নিজের ভবিষ্যত্ পরিকল্পনা জানাতে গিয়ে ভূমি আরও বলেন, ‘বিগত চলচ্চিত্রগুলোতে আমি যে ধরনের চরিত্রে অভিনয় করেছি তেমন কাজ আরও করার ইচ্ছে আছে। বলতে পারেন, নারীদের রিপ্রেজেন্ট করতে চাই। আমার কাজ দিয়ে যদি সমাজের একটুকু পরিবর্তন বা প্রভাব ফেলতে পারি তাহলে সেটাই হবে ক্যারিয়ারের সেরা অর্জন।’

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল