ফিরে এলো বিজয় দিবস
শারাফা বিনতে শরিফ নাবা
ফিরে এলো বিজয় দিবস
ফিরে এলো রক্তে রাঙানো বীর শহিদের স্মৃতি
মনটা যেন কেমন আনচান করে
জেগে ওঠে সেই স্বাধীনতার সুরের গীতি,,,,,
হ্যাঁ, বছর ঘুরে ফিরে এলো
আবারও সেই দিন
যেদিন বাঙালি মায়ের চোখের জলে
জয় বাংলা ধনী দেওয়া হয়েছিল তুলে,,,
সেই রক্তে মাখা ডিসেম্বরে
বিজয় এসেছিল বাংলার ঘরে ঘরে
লাখো মুক্তিসেনার হাত ধরে,
সেই থেকে শক্ত খুঁটির জোরে
বাংলার বুকে মাথা উঁচু করে
লাল সবুজের পতাকা ওড়ে,,
এই বিজয় আমার অনেক দামি
মোটেও সহজলভ্য নয়,
প্রতি বছর বিজয় ফিরে এসে যেন
সেই একাত্তরেরই স্মৃতিচারণ করায়।
লাখো মুক্তিসেনার রক্তে গাঁথা
বিজয় নামের নতুন সেই সূচনা,
১৬ই ডিসেম্বর হাতছানি দেয়
জাগিয়ে দেয় বাঙালির বেঁচে থাকার প্রেরণা।।।
বছর ঘুরে বারে বারে ফিরুক
বাঙালি জাতির এই স্মরণীয় দিন,
মনে প্রাণে মোরা ধারন করে রাখি
১৬ই ডিসেম্বর ছাড়া মোরা যেন প্রাণহীন,,,,!!
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল