ঢাকামঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নারী তুমি প্রকৃতি

বার্তা কক্ষ
ডিসেম্বর ২০, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মঞ্জুরুল ইসলাম
কখনও আকাশ নীল কখনও আকাশ ধূসর
বিবর্ণ ঝরায় ঝরে পড়ে
কখনও বা আকাশ কোণে গোধূলি সময়ে
লাজ রাঙা লাল রঙ;
যখন কপালে নীল টিপ পরো খোঁপায় অপরাজিতা
আর শাড়ির নীল আঁচল উড়িয়ে দাও..
মনে হয় যেন মুক্ত আকাশে বিহঙ্গের ছুটে চলা।
যখন ধূসর অথবা কালো শাড়িতে নিজেকে
জড়িয়ে রাখো ভেবে নেই ইশ্বরের কৃপা
একরাশ হতাশা বুকে নিয়ে বাঁচি;
প্রকৃতির সাথে কথা বলো মনখারাপের গল্প শোনাও..
অশান্ত হয়ে ওঠে মন আমার ওতো মন আছে
হৃদয়ে রক্তক্ষরণ হয়!
পলাশ ফুলে ছড়িয়ে থাকা পিচ ঢালা পথে হেঁটেছি
অনেকটা পথ
তখন পরেছিলে পলাশ রাঙা লাল শাড়ি লাল টিপ
অধরে একরাশ চুম্বন রেখা;
শীতের শেষে বসন্ত আসে মাঘের শেষে ফাল্গুন
দুজনেই প্রকৃতির সাথে মিলে মিশে হয়েছি একাকার..
সেসব স্মৃতি মাড়িয়ে দিয়ে চলে গেছো দূরে বহুদূরে..
তোমার বুকের গন্ধ আজও হৃৎস্পন্দে মিশে আছে
মনে হয় আবার হবে দেখা কোনো এক ফাল্গুনে
তুমি যে আমার শেষ বিকেলের আলো;
প্রতিটি রক্ত কণিকায় মিশে আছো শয়নেস্বপনে
জাগরণে
নারী তুমি প্রকৃতি শত জনমের প্রেম বহুরূপী
ধ্বংস এবং সৃষ্টি শুরুর উল্লাস বিধাতার দেওয়া দান।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল