পাবনা প্রতিনিধি :পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বই উৎসব পালন।
রবিবার(১জানুয়ারি ) সকাল ১১টায়
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর মোহাম্মদ আনোয়ার রশীদ খান এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বই উৎসব উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহন করেন প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর শাহ আলম, বাসুদেব রায়, লিপি রানী সরকার, তারিকুল হাকিম, ইন্সট্রাক্টর হাসানুজ্জামান, শাহানারা খন্দকার , ফারহানা খালেদ, আমিরুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন,আমিনুল ইসলাম হামিদুল ইসলাম,জুনিয়র ইন্সট্রাক্টর , এরশাদুর রহমান ভূইয়া, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম, আয়েশা সিদ্দিকা, কামরুজ্জামান, কাফ ইন্সট্রাক্টর আব্দুল ক্দ্দুুস, , খন্ডকালীন শিক্ষক নিয়ামুল হক সুরুজ, , প্রধান অফিস সহকারি আব্দুর রাজ্জাক, হিসাব রক্ষক আলামিন সজীব ও লাইব্রেরিয়ান সেলিম হোসেন , টি আর রেজাউল হক সহ সকল কর্মকর্তা-কর্মচারী।
সঞ্চালনা করেন ননটেক বিভাগের বিভাগীয় প্রধান বাংলার ইন্সট্রাক্টর মোঃ আলী আকবর মিঞা। উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী ও অভিভাব গণ।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল