ঢাকাশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নিষ্ঠুর সময়

বার্তা কক্ষ
জানুয়ারি ৬, ২০২৩ ৬:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নিষ্ঠুর সময়
মঞ্জুরুল ইসলাম।
সময় বড়োই নিষ্ঠুর তার মনে প্রেম নেই ভালোবাসা নেই,নেই অপরাধ বোধ;
কখনও কারও জন্য এতোটুকুও কষ্ট পায় না,ঠিক ফিরে যায় আপন ঠিকানায়!
পাখিরা যেমন ফিরে যায় বেলা শেষের গান শুনিয়ে।
যেভাবে ফিরে যায় নদীর জল সমুদ্রের টানে,জোয়ার ভাটার গানে;
মনেও রাখে না কতটা উজাড় করেছে দুকূল ছাপিয়ে গাঁয়ের পটে আঁকা ছবি;
কতটা নিষ্ঠুরতার ছাপ রেখে যায় প্রতিদানের বেড়াজালে।
তবু্ও স্বপ্ন দেখি,স্বপ্ন দেখতে হয়! স্বপ্নহীন জীবন কখনও জীবন নয়;
একটি বাঁশের সাঁকোর ওপারে শাদা প্রজাপতির ডানায় স্বপ্ন ভাসে!
নীল জোছনার সাথে লুকোচুরি খেলার অংকটা মিলছে না,কী করে মিলবে বলো?
জীবন তো একটা নয়,এক জীবনে সবটুকু পেতে নেই!
থাক না কিছুটা দাঁড়িয়ে,অপেক্ষার প্রহর গুনে পরজনমের জন্য!
সেখানে না হয় ঠিকই খুঁজে নেব ঠিকানা;
যেমনটা চেয়েছিলে..
পাহাড় ঘেরা টিলার উপর ছোট্ট একটা কাঠের বাড়ি;
উত্তরে খোলা ঝুলবারান্দায় ঝুলে থাকবে বুনো অর্কিড,
পুব-কিনারায় সূর্যোদয়ের সোনালি স্বপ্ন দেখাবে আলো।
আশ্বিনের রাত এলে জোসনা ঝরে পড়বে টুপটাপ;
কাঠের সিড়ি বেয়ে তখন নেমে আসবে এক-পা দু-পা করে..
দূর থেকে দেখে নেব,ছুটে আসবো মুগ্ধ আলিঙ্গনে!
চুম্বন রেখা একে দেবো সমস্ত শরীরজুড়ে,
সঞ্চারিত প্রাণে আনন্দে চোখে জল চলে আসবে;
আলতো ছোঁয়ায় মুছে দেবো সবটুকু জল দেখে নিও!
একদিন সব ঠিক হয়ে যায় শুধু জীবন বদলে যায় সময়ের হাত ধরে।
সময় বয়ে যায় নিরবে নিভৃতে কিছু স্মৃতি রয়ে যায় অনাদিকাল!

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল