প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৪:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৩, ২:৩১ অপরাহ্ণ
মানবিক সাহায্য সংস্থা (এনজিও) কর্তৃক ঋণ দেওয়ার নামে প্রতারণা

পলাশ হোসাইন : পাবনা সদর উপজেলা ডাকবাংলা মোড় শাখার ম্যানেজার ও মাঠকর্মী কর্তৃক ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতারণার অভিযোগ এনে সংস্থার গ্রাহক ছাকিবুল ইসলাম মাঠকর্মী ও ম্যানেজার বাদশা ও মামুনের বিরুদ্ধে পাবনা সদর থানা একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় পাবনা সদর উপজেলা ডাকবাংলা পাড়া গ্রামের শামসুদ্দিন বাবু এর ছেলে ছাকিবুল ইসলাম মানবিক সাহায্য সংস্থা নামক ( এনজিও) এর কাছ থেকে ছয় মাস পূর্বে ২ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করে ঋণের কিস্তি যথাসময়ে প্রদানকালীন ঐ সংস্থার মাঠকর্মী ও এরিয়া ম্যানেজার মামুন ও বাদশা গত ২৬/১১/২০২২ ইং তারিখে জানায়
আপনার ঋণের অবশিষ্ট মাসিক কিস্তি ৬টি সুদ সহ ১,৪১,০২৪/ টাকা একত্রে প্রদান করলে আপনাকে ৬ লক্ষ টাকা ঋণ দেওয়ার হবে মর্মে আশ্বাস দেন। ম্যানেজারও মাঠকর্মীর মৌখিক আশ্বাসে গত ২৭/১১/২০২২ইং তারিখে সংস্থার পাওনা ১,৪১,০২৪/টাকা একত্রে পরিশোধ করেন ছাকিবুল এবং ৬ লাখ টাকা ঋণ পাওয়ার বিপরীতে জামানত হিসাবে ছাকিবুল তার মানবিক সাহায্য সংস্থা এনজিওর সঞ্চয় হিসাবে ৩৩,১৪৯/টাকা, সর্বমোট ১,৭৪,১৩৯/টাকা প্রদান করেন। উল্লেখিত টাকা মাঠকর্মী ও ম্যানেজার গ্রহণ করার দুই দিনের মধ্যে ৬ লক্ষ টাকা ঋণ প্রদানে অস্বীকার করে প্রয়োজনীয় কাগজপত্র অফিসে জমা দিতে বলেন, প্রয়োজনীয় কাগজপত্র অফিসে জমা দেওয়ার পর আরো ২দিন অতিবাহিত হলেও ঋণগ্রহীতা ছাকিবুল উল্লেখিত ম্যানেজার ও মাঠকর্মীর সঙ্গে যোগাযোগ করলে ঋণ দিয়ে দিচ্ছি বলে কালক্ষেপণ করতে থাকে। গত ০১/০১/২০২৩ইং তারিখে মাঠকর্মী ও ম্যানেজারের নিকট আব্দুল লতিফ,আছিবুল, নাহিদুল নামীয় সাক্ষী গণের সামনে ঋণের ৬ লাখ টাকা কবে প্রদান করবে মর্মে জানতে চাইলে ম্যানেজার ও মাঠকর্মী অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ছাকিবুল ৬ লাখ টাকা ঋণের জন্য ফের অফিসে আসলে তাকে খুন করে ফেলবে মর্মে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে তিনি উল্লেখ করেছেন । গ্রাহক ছাকিবুল নিরাপত্তা হীনতায় গত ০৫/০১/২৩ ইং তারিখে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মানবিক সাহায্য সংস্থার এরিয়া ম্যানেজারের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমার নাম হাবিব আমি নতুন যোগদান করেছি এ বিষয়ে আমি কিছু বলতে পারব না । আপনি ঢাকা প্রধান কার্যালয় যোগাযোগ করেন । সাকিবুল নামে কোন সদস্য আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এই নামে আমাদের কোন সদস্য নাই । যদি সদস্য না থাকে তাহলে তাকে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ দিলেন কেন? যখন সদস্য ছিল তখন দিয়েছি । আর ঋণ দেওয়ার নামে প্রতারণার বিষয় আমার জানা নেই ।আপনি প্রধান কার্যালয় যোগাযোগ করেন। থানায় অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রাশেদুল কবিরের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন মানবিক সাহায্য সংস্থা তাকে ঋণ দিয়েছিল ঋণের টাকা আদায় করেছে। এর চেয়ে বেশি না। সাকিবুলের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয় কোন প্রমাণ পেয়েছেন কিনা? জানতে চাইলে বলেন এটা এনজিওর কৌশল কোন না কোন আশ্বাস দিয়েছে বিধায় সে ছয় মাসের টাকা একত্রে পরিশোধ করেছে পরবর্তীতে সংস্থা হয়তো এই গ্রাহককে কোন ঋণ দিবে না বলেই আর দিচ্ছে না । যাইহোক দূজনই দুই রকমের কথা বলছে উভয়কে ডেকে মুখোমুখী করে প্রকৃত ঘটনা সমাধানের চেষ্টা করব।
সম্পাদক ও প্রকাশক – মোঃ মাহবুবুল আলম
Copyright © 2025 Daily Aromoni Protidin. All rights reserved.