ঢাকাসোমবার , ২৩ জানুয়ারি ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

বর টাকা গুনতে না পারায় বিয়ে বাতিল করলো কনে!

বার্তা কক্ষ
জানুয়ারি ২৩, ২০২৩ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বর টাকা গুণতে না পারায় বিয়ের মাঝপথেই তা বন্ধ করে দিলেন এক কনে। এমনটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফারুখাবাদে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলায় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজর করা হয়।

বিয়ের আসরে কনের পরিবারের সবার সন্দেহ হয় বর মানসিক ভারসাম্যহীন।

বিষয়টি পরীক্ষা করার জন্য বরকে ১০ টাকার ৩০টি নোট গুনতে দেয়া হয়। কিন্তু বর নোট গুনতে ব্যর্থ হন। আর এ কারণেই বিয়ে বাতিল করে দেন কনে। এ নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে তুমুল বিতণ্ডা।
কনের ভাই মোহিত জানান, তাদের এক নিকটাত্মীয় বিয়ের জন্য ছেলে ঠিক করেছিলেন। ওই আত্মীয়ের ওপর ভরসা থাকায় তারা বিয়ের আগে বরকেও দেখেননি। তবে বিয়ের অনুষ্ঠানে পুরোহিত বরের আচরণ দেখে তার সন্দেহের কথা জানান।

মোহিত বলেন, বর স্বাভাবিক কিনা তা জানার জন্য আমরা তাকে একটি সহজ পরীক্ষা দিয়েছিলাম। আমি তাকে মোট ৩০টি ১০ টাকার নোট গুনতে বলেছিলাম। কিন্তু তিনি গুনতে পারেননি। তাই আমার বোন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দুপক্ষকে নিয়ে সমস্যাটি মিটমাট করার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবে কনে বিয়ে করতে রাজি হননি। ফলে বাধ্য হয়েই বরপক্ষকে খালি হাতে চলে যেতে হয়।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল