নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র, চায়না ও ভারতের সাথে সম্পর্ক ভালো রেখে চলার চেষ্টা সামনের বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের সাথে অনেক বিনিয়োগ সম্পর্ক আছে। বন্ধু বলেই তারা সুপারিশ দেয়৷ ভালো সুপারিশ দিলে অবশ্যই তা গ্রহণ করবো।
রোববার (২৯ জানুয়ারি) এক সভায় এসব বলেন মন্ত্রী।
তিনি বলেন, ভারত আমাদের বন্ধু, প্রতিবেশী দেশ৷ আমাদের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভারত জি-২০ এ বাংলাদেশকে স্বাগত জানিয়েছে। সেইসাথে চায়নাও আমাদের উন্নয়নের সহযোগী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের মহাশক্তিধর এই ৩টি বড় দেশের সাথে আমরা ভারসাম্য বজায় রেখে চলেছি। বিষয়টা সহজ নয় তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা হচ্ছে৷ আগামীতে আমরা এই সম্পর্কের আরও উন্নয়ন করবো বলে বিশ্বাস।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল