ঢাকাবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

বেসরকারিভাবে হজে যাওয়ার খরচ বাড়ল ২ লাখ

বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৭:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

বেসরকারি ব্যবস্থাপনায় এবারের হজের সর্বনিম্ন প্যাকেজ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবছর কোরবানি ছাড়া বেসরকারিভাবে হজের প্যাকেজ মূল্য ছিল ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- হাব এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তিনি জানান, আগামী ৬ ফেব্রুয়ারি বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন শুরু হবে।

এবার কোনো এয়ারলাইনস নিয়মিত ফ্লাইটে হজযাত্রী বহন করতে পারবে না। ২১ মে থেকে এবছর হজ ফ্লাইট শুরু হবে।
হাব সভাপতি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস যে ভাড়া নির্ধারণ করেছে, তা আরও কমানোর দাবি জানিয়েছে হাব। এবার কোনো বয়সের সীমা নেই হজযাত্রীদের জন্য। আলাদা করে হজযাত্রীদের যাওয়ার সময় কোরবানির অর্থ নিতে হবে। বর্তমানে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে এসেছে। অব্যাহত রাখতে কাজ চলছে বলে জানান তিনি।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল