ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পাবিপ্রবি শাখা ছাত্রলীগ ২০০ গরীব ও অসহায় মানুষের মাঝে শীত সামগ্রী বিতরণ

বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

পলাশ হোসাইন, স্টাফ রিপোর্টার : 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহর পরিচালনায় শীত সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস.এম. মোস্তফা কামাল খান, উপ-উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডা. কে. এম সালাহ্ উদ্দীন, কোষাধ্যক্ষ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মোঃ কামাল হোসেন, প্রক্টর,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সমীরন কুমার শাহ, ছাত্র-উপদেষ্টা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আজকের এই কর্মসূচির জন্য পাবিপ্রবির প্রশাসন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয়সংসদ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানায়। অতীতে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিল। আজকের এই কর্মসূচি ছাত্রলীগের সেবামূলক কার্যক্রমের বহিঃপ্রকাশ। তারা আরো বলেন যে, বাংলাদেশ ছাত্রলীগ এভাবে সব সময় মানুষের পাশে থাকবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ নূরুল্লাহ বলেন, শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে আজকের এই শীত সামগ্রী বিতরণ কর্মসূচি। করোনা মহামারীকালে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিল। “স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ যেকোন দুর্যোগ দুর্বিপাকে, সঙ্কট-সংশয় সাধারন মানুষ এবং শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে। এই তীব্র শীতেও শীতার্ত সাধারন মানুষ এবং শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করে মানবিকতায় অগ্রদূত বাংলাদেশ ছাত্রলীগ তার ধারাবাহিকতা রক্ষা করে যাবো। এখনও ছাত্রলীগ মানুষের পাশেই আছে। আমরা পাবিপ্রবি ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু তনায়া মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা “ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মান” বাংলাদেশ ছাত্রলীগই এই লক্ষে কাজ করে যাচ্ছে।

এ সময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল