প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৩, ২:২৭ অপরাহ্ণ
১৯ বছরে পদার্পণ উপলক্ষে দৈনিক পাবনার চেতনার বর্ণাঢ্য আয়োজন

পাবনা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পাবনার চেতনার ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৫ মার্চ) সকালে এ উপলক্ষে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দৈনিক পাবনার চেতনার উপদেষ্টা মো: তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও প্রধান প্রতিবেদক সাংবাদিক এস এম আদনান উদ্দিন পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবি এম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. আব্দুস সালাম, পাবনা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, তরুণ সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব তসলিম হাসান খান সুইট,দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক ও প্রকাশক সোহেল রানা বিপ্লব ও দৈনিক ইছামতির ব্যবস্থাপনা সম্পাদক মোখলেছুর রহমান বিপ্লব।
এ সময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন দৈনিক পাবনার আলোর সহ-বার্তা সম্পাদক হুমায়ুন কবির, তারুণ্যের অগ্রযাত্রার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স, দৈনিক পাবনার চেতনার চলনবিল প্রতিনিধি বিকাশ চন্দ্র গোস্বামী, রোটার্যাক্ট ক্লাব অব পাবনার ইলেক্ট প্রেসিডেন্ট মাহফুজুর রহমান শ্রাবণ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সদস্য মনিরুজ্জামান শিপন, চেতনা ফাউন্ডেশন এর যুগ্ম-আহ্বায়ক আল আমিন পাপ্পু,আতিকুর রহমান মিঠু,শামীম হাসান হৃদয়, সদস্য ইমন হোসেন তুহিন, আশিক, দৈনিক পাবনার চেতনার ফটো সাংবাদিক শিশিরসহ প্রমুখ।
এ সময় পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবি এম ফজলুর রহমান বলেন, পাবনার চেতনা বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে। পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম আজিম উদ্দিন সাহেব একজন মানবিক ও সামাজিক মানুষ ছিলেন। তার জীবনদশায় তিনি মানুষের উপকার ছাড়া ক্ষতি করেননি। তার দেখানো পথে পাবনার চেতনা হাটলে অবশ্যই সফলতার মুখ দেখবে। আমাদের সহযোদ্ধা প্রবীণ সাংবাদিক মরহুম আজিম উদ্দিনের মাগফেরাত কামনা করছি।
আলোচনা সভা শেষে কেককাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব ডা: আব্দুস সালাম।
সম্পাদক ও প্রকাশক – মোঃ মাহবুবুল আলম
Copyright © 2025 Daily Aromoni Protidin. All rights reserved.