ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

স্ত্রী হত্যার দায়ে স্বামী উজ্জল মন্ডল পুলিশির হাতে আটক

বার্তা কক্ষ
জুন ১২, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নবী নেওয়াজ : 
মামলার বাদী কামাল প্রামাণিকের পাবনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার দ্বায়ের কৃত পিটিশন মামলা সূত্রে জানা যায় পাবনা সদর থানাধীন দ্বীপচর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল জলিল প্রামানিকের মেয়ে শাহানারা খাতুন এর সাথে একই উপজেলা দক্ষিণ রামচন্দ্রপুর হাউস পাড়া গ্রামের আবদুস শুকুর মন্ডলের ছেলে উজ্জল মণ্ডলের সাথে প্রায় ১৫ বছর পূর্বে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ হয়। তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে । বিবাহের পর থেকেই উজ্জল মন্ডল যৌতুকের জন্য বিভিন্ন সময় শারীরিক এবং মানসিক নির্যাতন করত শাহানার উপরে । মামলার  বাদী ও শাহানার বড় ভাই কামাল বোনের  সুখের কথা চিন্তা করে উজ্জল মন্ডল কে গত ২৯/০৬/২০২২ ইং তারিখে ২লাখ টাকা দেয়। পূনরায় স্বামী উজ্জল মন্ডল স্ত্রী শাহানা খাতুন কে তার বাপের বাড়ি থেকে ১ লাখ টাকা নিয়ে আসতে বলে ১ লাখ টাকা নিয়ে আসতে অপ্রকতা প্রকাশ করায় স্বামী ও তার বাড়ির লোকজন গত২২/০৩/২০২৩ ইং তারিখে আনুমানিক রাত ১১ টার দিকে শাহানার উপরে শারীরিক নির্যাতন চালায় । খবর পেয়ে শাহানার বাবার বাড়ি থেকে  লোকজন এসে শাহানা কে উদ্ধার করে পাবনার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে  । ২৩/০৩/২০২৩ইং তারিখে রাত আনুমানিক ৩.৩৯টায় শাহানা মারা যায়। শাহানার ভাই বাদী হয়ে পাবনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত একটি পিটিশন মামলা দায়ের করেন ।তার নং ১০৪/২০২৩ পিটিশন
মামলা টি  পাবনা  সদর থানায় মামলা নথিভুক্ত হয় যার মামলা নং১৫ তারিখ ০৬/০৪/২০২৩ইং।
পুলিশ  গত ১১/০৬/২০২৩ইং তারিখ শনিবারে অভিযুক্ত উজ্জল মণ্ডল কে আটক করে। বাদী ন্যায় বিচার পাওয়ার জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল