প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৫:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৩, ৬:৩০ পূর্বাহ্ণ
ঈশ্বরদীতে ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা পেলেন ঘোড়া

ফারুক হোসেন টুটুল :
ঈশ্বরদী উপজেলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ গোলদাতাকে ঘোড়া উপহার দেওয়া হয়েছে। উপজেলার গোকুলনগর মিশন মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দল মাজদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ানের হাতে খেলা শেষে ঘোড়াটি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া বিজয়ী ও পরাজিত দলকে এলইডি টেলিভিশন উপহার দেওয়া হয়। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে গোকুল নগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।আরও উপস্থিত ছিলেন- সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদা মুনতাসির। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী সরকার। ফাইনাল খেলায় ট্রাইবেকারে পিকে স্পোর্টিং ক্লাব মাজদিয়া ২-১ গোলে গোকুলনগর শিশির হাট স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব রোকন।
সম্পাদক ও প্রকাশক – মোঃ মাহবুবুল আলম
Copyright © 2025 Daily Aromoni Protidin. All rights reserved.