৩০ বছর পর..
ফারুক হোসেন টুটুল :
দীর্ঘ ৩০ বছর পর গত ১৫ ই জুলাই অনুষ্ঠিত মুলাডুলি বাজার বণিক সমিতির বহু প্রতিক্ষিত নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ব্যস্ত সময়ও পার করেছেন প্রার্থীরা। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭’শ। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক মালিথাকে নির্বাচন পরিচালনা কমিটির ও নির্বাচন কমিশনার নিয়োগ করেন। এরই মধ্যে হঠাৎ করে ভুয়া ভোটার অন্তর্ভুক্ত নিয়ে প্রার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।নির্বাচন কমিশনার মোঃ আব্দুল খালেক মালিথা ৫৭ জন ভুয়া ভোটার শনাক্ত করেন। নির্বাচনে সভাপতি পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন -মোঃ শাহিন সেখ (মোটরসাইকেল),শেখ মিলন (গোলাপ ফুল),ফিরোজ আহমেদ পরামানিক (আনারস), কামরুজ জামান (জফিক)(চশমা), মোঃ আব্দুল রশিদ শেখ(চেয়ার)।সহ-সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম (গরুর গাড়ি), মোঃ আবদুল মালেক (দেওয়াল ঘড়ি), সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-মোঃ আঃ লতিফ তালুকদার (বৈদ্যুতিক পাখা), মোঃ আঃ করিম (ছাতা),আরিফুল ইসলাম আরিফ ফকির (বাই সাইকেল),ডাঃ সি উৎপল কুমার সরকার (মই)। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম রফিক (বই) ও গোলাম মোস্তফা কবির (দোয়াত কলম) প্রার্থীকে নির্বাচিত করছেন। এর মধ্যে কোষাধ্যক্ষ পদে একজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এবারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজ আহমেদ প্রামানিক (আনারস) মোট ভোট পেয়েছেন ২২৩ টি। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম আরিফ ফকির (বাই সাইকেল)।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল