ঢাকাসোমবার , ১৭ জুলাই ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

ঈশ্বরদীতে ইজিবাইকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বার্তা কক্ষ
জুলাই ১৭, ২০২৩ ৮:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফারুক হোসেন টুটুল (ঈশ্বরদী প্রতিনিধি): ঈশ্বরদীতে ইজিবাইকের ধাক্কায় সহি (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু। রবিবার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের আথাইলশিমুল এলাকায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। এ সময় ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে উর্টে খাদে পড়ে যায়। ইজিবাইকের চালক সিদ্দিক গুরুতর আহত হয়ে ঈশ্বরদী উপজেলা বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দাশুড়িয়া ইউনিয়নের আথাইলশিমুল এলাকায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় সহি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে দাশুড়িয়া ইউনিয়নের খয়ের বাড়িয়া গ্রামের মৃতঃ ফুরকান ঢালীর ছেলে। ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ইজিবাইকের ধাক্কায় আহত শিক্ষার্থী সহি উপজেলা বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর খবর পেয়েছি। তবে পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল