ঢাকাসোমবার , ২৪ জুলাই ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

ঈশ্বরদীতে নকল প্রসাধনী জব্দ, ১ লাখ টাকা জরিমানা আদায়

বার্তা কক্ষ
জুলাই ২৪, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 ফারুক হোসেন টুটুল (ঈশ্বরদী প্রতিনিধি) : পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রং ফর্সাকারী নকল প্রসাধনসামগ্রী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত কাল বিকাল সাড়ে ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের নেতৃত্বে চাঁদ আলী মোড় সোনা পট্রি এলাকায় ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল প্রসাধনী সামগ্রী তৈরির দায়ে কারখানার মালিক সিরাজুল ইসলাম, পিতা মৃত সামসের আলী, গ্রাম, পাকশী বাজারপাড়া কে আটক করা হয় এবং জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল সাবান, স্যাম্পু ও ফেসওয়াশসহ নানা প্রসাধনী। এ সময় কারখানার মালিককে আটক করা হয়। আটককৃত কারখানার মালিককে ভোক্তা অধিকার আইনের ২০১৯ সালের ৪৩ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানান, প্রসাধনী তৈরি করতে হলে কারখানায় ল্যাব থাকতে হয়। কেমিস্ট ও বিএসটিআই এবং ঔষধ প্রশাসনের অনুমোদন প্রয়োজন। কিন্তু কারখানাটিতে কিছুই ছিল না। তারা চটকদার মোড়কে দেশি-বিদেশি নানা কোম্পানির নাম ব্যবহার করে ভেজাল স্যাম্পু, সাবান, বডি লোশন তৈরি ও বিক্রি করত। এ সময় ড্রামভর্তি নকল কেমিক্যাল জব্দ করা হয়। তিনি আরও বলেন, কারখানার মালিক সিরাজুল ইসলাম, পিতা মৃত সামসের আলী দীর্ঘ দুই-তিন বছর ধরে এই কার্যক্রম চালাচ্ছে। তাদের ল্যাব, কেমিস্ট কিছু নেই। তাদের উৎপাদিত প্রসাধনসামগ্রী খুবই ক্ষতিকর। জব্দ করা প্রসাধনসামগ্রীর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানান এই কর্মকর্তা। পরে জব্দকৃত নকল প্রসাধনী আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল