স্টাফ রিপোর্টার: গত ২৮ জুলাই ২০২৩, শুক্রবার প্রকাশিত এসএসসির ফলাফলে পাবনার ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের ছাত্রী সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সেরা বিতার্কিক জান্নাতুল ফেরদৌস তিতলি পাবনা জেলার মধ্যে শ্রেষ্ঠতম অর্থাৎ প্রথম স্থান অর্জন করেছে। জান্নাতুল ফেরদৌস তিতলির জিপিএ-৫ (গোল্ডেন)সহ মোট নম্বর ১২৭৩। তিতলির এই সাফল্যে তার পিতা মো. জাহিদুর রহমান খান এবং মাতা বিলকিস পারভীনের বাসভবন দিলালপুর মহল্লার পাথর তলায় বইছে আনন্দের বন্যা। এ সাফল্যে অত্যন্ত আনন্দিত হয়েছেন তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী এবং সাহিত্য ও বিতর্ক ক্লাব পরিবার।
অভিনন্দন জানিয়েছেন স্কুল এন্ড কলেজে পরিচালনা পরিষদের সভাপতি, অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সাধারণ সম্পাদক ও দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম এবং সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মো. মনছুর আলম।
উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের পাশের হার ৯৭% ভাগ। মোট পরীক্ষার্থী ২৩১ জন এরমধ্যে পাশ করেছে ২২২ জন। A+=৬৮ জন, A=১১৮ জন, A-=৩২ জন, B=০৪ জন এবং অনুপস্থিত ০২ জন।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল