নিজস্ব প্রতিনিধি : পাবনার নবাগত জেলা প্রশাসাক মু. আসাদুজ্জান বলেছেন, ১৮২৮ সালে প্রতিষ্ঠিত পাবনা একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলা উত্তরবঙ্গের প্রবেশদার হিসেবে খ্যাত। বর্তমান দেশের মহামান্য রাষ্ট্রপতি এ জেলা থেকে নির্বাচিত হয়েছেন। আমি অল্পদিন হলো পাবনা জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে বুঝতে পারছি পাবনার মানুষ ভাল। আজ ৭ আগস্ট (সোমবার) বেলা ১২ টায় পাবনা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা দৈনিক এরোমনি প্রতিদিন ও পাবনা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতকালে নবাগত পাবনা জেলা প্রশাসক পাবনা সম্পর্কে তার অনুভ’তি সম্পর্কে এ কথাগুলো ব্যক্ত করেন। এ সময় দৈনিক এরোমনির পক্ষ থেকে শোকের মাসে নবাগত জেলা প্রশাসক মু. আসাদুজ্জামা কে ‘বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজ নামচা’ এবং শেখ হাসিনা রচিত ‘মুজিব বাংলার বাংলা মুজিবের’ চাটি গ্রন্থ সৌজন্য উপহার স্বরূপ তার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক এরোমনি প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক এবং এসএম ল্যাবরেটরীজ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. মাহবুবুল আলম ফারুক, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি ও বার্তা সংস্থা আইএনএস এর প্রধান সম্পাদক মো. হাসান আলী, দৈনিক এরোমনি প্রতিদিনের বার্তা সম্পাদক ও পাবনা সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক নবী নেওয়াজ, দৈনিক এরোমনি প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও পাবনা সাংবাদিক ফোরামের পাবনা সদর ইউনিটির সাধারণ সম্পাদক পলাশ হোসেন, এসএম ল্যাবরেটরীজ এর অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. মিজানুর রহমান, চ্যানেল ২৩ পাবনা প্রতিনিধি হুয়ন রাশেদ প্রমুখ।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল