ষ্টাফ রিপোর্টারঃ ৭-৮-২৩ইঃ তারিখে পাবনা জেলার সুজানগর উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী এর যৌথ উদ্যেগে সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে মক্কা ফ্লাওয়ার মিলস, সাতবাড়িয়া রোড, চিনাখড়া,সুজানগর, পাবনা নামিয় প্রতিষ্ঠানের উৎপাদিত ময়দা ও গমের ভুষি পণ্যের অনুকূলে বিএসটিআই হতে গুনগত মান সনদ গ্রহণ ব্যতিরেকে পণ্যের মোড়কে মানচিহ্নের অনুরুপ চিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১) ধারা লংঘনের অপরাধে উক্ত আইনের ২৭(১) ধারা অনুযায়ী ২৫০০০.০০ (পঁচিশ হাজার টাকা) জরিমানা করা হয়। পাবনা সুজানগর উপজেলা সহকারী কমিশনার(ভুমি),
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ দস্তেগীর এর নেতৃেত্ব অভিযান পরিচালিত হয়। প্রসিকিউটিং অফিসার হিসেবে আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, বিভাগীয় অফিস রাজশাহী উপস্থিত ছিলেন।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল