ঈশ্বরদী প্রতিনিধি :
গত শুক্রবার রাতে বাঘহাছলা তরুণ প্রজন্ম কর্তৃক বর্ষাকালীন মিনি শর্টবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বন কর্মকর্তা মো.ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ডিগ্রি(অনার্স) কলেজের সহকারী অধ্যাপক মো.আফজাল হোসেন এবং পাবনা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডা.মশিউর রহমান(মাসুদ)। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় লাল সবুজ’কে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা লাভ করে সাদমান হার্ডওয়্যার। অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ২ গোল করে ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট বিবেচিত হন সাদমান হার্ডওয়্যার-এর অধিনায়ক আকাশ। খেলাটি দেখতে শতশত মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে উপভোগ করেন। এই ধরনের খেলার আয়োজন সুস্থ্য বিনোদনের একটি অংশ এবং তরুণ প্রজন্মের সঠিক শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে বলে জানাই খেলার বিশেষ অতিথি ডা. মশিউর রহমান (মাসুদ)।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল