ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে র্যাবের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ আটক ৩

বার্তা কক্ষ
আগস্ট ২৪, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

রহিদুল ইসলাম , রাজশাহী:
রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে  ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা রাজশাহী মহানগরীর নতুন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটক করে। আজ বৃহস্পতিবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাজশাহী  মহানগরীর শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া নামক এলাকায় অভিযান পরচিালনা করে। এসময় সন্দেহভাজন হিসাবে এহসানুল হক সুইট (৩৩) ও সোহেল রানাকে (৩২) আটক করা হয়। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটক এহসানুল হক সুইট রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার মৃত এনামুল হকের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে র‌্যাবর অপর একটি অভিযানে একশ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গোদাগাড়ীর চরভূবনপাড়া (টেকপাড়া) এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম আবু হানিফ সাদ্দাম (২৮)। তিনি গোদাগাড়ী উপজেলার চরভূবনপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী থানার চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া (টেকপাড়া) গ্রামে মাদক ব্যবসায়ী আবু হানিফ সাদ্দাম (২৮), তার বাড়িতে হেরোইন মজুদ করে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নৌকা যোগে নদী পেরিয়ে মাদক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে তার বাড়ির চতুরদিক ঘিরে ফেলে। এসময় বাড়ি থেকে পালানোর সময় সাদ্দামকে আটক করে র‌্যাব। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে একশ গ্রাম হেরোইন উদ্ধার হয়। আটকের পর সাদ্দামকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল