ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বুধবার সকালে পাবনা উপজেলা প্রশাসন ভাঙ্গুড়া,পাবনা ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে উপজেলার ভদ্রপাড়া ও শরৎনগর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মেসার্স ভাই বোন বেকারি, ভদ্রপাড়া এবং মুকুল বেকারি, শরৎনগর বাজার প্রতিষ্ঠান দু’টিকে তাদের উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যগুলির অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দু’টিকে পৃথক পৃথক ভাবে ১০হাজার টাকা করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী , সহকারী কমিশনার (ভুমি),ভাঙ্গুড়া,পাবনার নেতৃত্বে উল্লিখিত অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল