ঢাকাবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

বিনা যুদ্ধে নাহি দিবো সূচ্যগ্র মেদিনী

বার্তা কক্ষ
অক্টোবর ১৯, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

   মনসুর আলম খোকন

চুক্তি,প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজা ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন রাজা পান্ডুর ছেলেদের (পঞ্চপান্ডব) উদ্দেশ্যে বলেছিলো,বিনা যুদ্ধে নাহি দিবো সূচ্যগ্র মেদিনী। তার ভাই দু:শাসন প্রকাশ্য দিবালোকে পাণ্ডবদের পত্নী ধ্রোপদীর বস্ত্র হরণও করেছিল। ফলে যা হবার তাই হয়ে গেল। হস্তিনাপুরে কুরুক্ষেত্র নামক কালের ভয়াবহ যুদ্ধ লেগে গেল। ভারতবর্ষের সকল রাজা এই যুদ্ধে যোগ দিয়েছিল। মহারাজ যুধিষ্ঠির পাণ্ডবপক্ষে সর্বাধিনায়ক ছিল। এই যুদ্ধের মূল স্পিরিট ছিলো,ধর্মের জয় ও অধর্মের বিনাশ। পাণ্ডবরা ন্যায়,কর্তব্য ও ধর্মের পক্ষ। অন্যদিকে কৌরবরা অন্যায়, জোর-জবরদস্তি ও অধর্মের পক্ষ। কথিত আছে,খ্রিস্টপূর্ব ৩১৩৮ অব্দে বর্তমান ভারতের হরিয়ানায় এই যুদ্ধ সংঘটিত হয়েছিল।কৌরবদের পক্ষে সর্বাধিনায়ক ছিলো দুর্যোধন। শ্রী কৃষ্ণ সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলো। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব এ ঘটনা অবলম্বনে কালজয়ী অমর মহাকাব্য ‘মহাভারত’ লিখে ফেললো।
লেখক: শিক্ষক ও সাংবাদিক।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল