ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

পাবনায় ২ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বার্তা কক্ষ
অক্টোবর ৩০, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

পলাশ হোসাইন : পাবনার ঈশ্বরদী উপজেলার পৃথক দুটি এলাকায় ২ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের একজন স্কুল ও অন্যজন কলেজ শিক্ষার্থী। এঘটনায় সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দাশুড়িয়া ও পাকশী ইউনিয়নের দুই শিক্ষার্থীর নিজ বাড়ি থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আমিরুল ইসলামের ছেলে শহীদ মাল (১৫) ও পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের ইয়াছিন আলীর মেয়ে সুমনা খাতুন (১৬)। সুমনা ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রী ও শহীদ মাল দাশুড়িয়ার দরগাবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতের কোনো এক সময় দাশুড়িয়া সুলতানপুর মধ্যপাড়া গ্রামে স্কুলছাত্র শহীদ মাল আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ সোমবার সকাল ৯টার দিকে শহীদের নিজবাড়ির শয়নকক্ষের বাঁশের আড়া থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, স্কুলছাত্রের পরিবারের দাবি মোবাইল কিনে না দেওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। তবে মরদেহের ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে পাকশী দিয়াড় বাঘাইল গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে একই কায়দায় ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রী সুমনার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। রবিবার গভীর রাতে সুমনা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।
একই থানার এসআই আব্দুল মোত্তালেব বলেন, খবর পেয়ে সুমনার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মারা যাওয়া কারণ এখনও স্পষ্ট নয়। পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহের ময়নাতদন্তের জন্য সদরে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে ব্যাপারটি পরিষ্কার হবে।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল