ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

টংগীবাড়ীতে অবরোধের বালাই নেই

বার্তা কক্ষ
নভেম্বর ৪, ২০২৩ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সোহাগ চোকদার : বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে টংগীবাড়ী উপজেলার উপজেলা সদর ও টংগীবাড়ী উপজেলা থেকে ঢাকাগামী প্রধান দুটি পয়েন্ট বেতকা চৌরাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বেতকা চৌরাস্তার পশ্চিমের সিরাজদিখান নিমতলা হয়ে ঢাকাগামী রাস্তা ও বেতকা চৌরাস্তা থেকে উত্তরে মোল্লার চর হয়ে ঢাকাগামী সড়কপথে উল্লেখযোগ্য যানবাহন চলাচল করছে। বেলা ঠিক একটার সময়ে বেতকা চৌরাস্তায় কিছু সময়ের যানজট পরিলক্ষিত হয়েছে। যে কোনো প্রকার সহিংসতা প্রতিরোধে, আইন শৃঙ্খলা রক্ষার্থে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন ও টংগীবাড়ী থানা ইন্সপেক্টর তদন্ত শফিউদ্দিন খাঁনের নেতৃত্বে টংগীবাড়ী উপজেলা ও থানার প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ অফিসারগণ সকাল থেকে টংগীবাড়ী উপজেলার জনগুরুত্বপূর্ণ স্পট বেতকা চৌরাস্তায় অবস্থান নিয়েছিলো। ইন্সপেক্টর তদন্ত শফিউদ্দিন খাঁনের সাথে অবরোধে যানবাহন চলাচল পরিস্থিতি ও আইন শৃংখলার বিষয়ে কথা হলে তিনি বলেন, বেতকা চৌরাস্তা থেকে ঢাকামুখী যানবাহন চলাচলের দুটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। এছাড়াও মুক্তারপুর-মুন্সীগঞ্জ পথে জেলার পশ্চিমের তিনটি উপজেলার মানুষ বিভিন্ন প্রয়োজনে জেলা শহরে নিয়মিত যাতায়াত করে। সেক্ষেত্রে বেতকা চৌরাস্তাটি জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। তাই সকাল থেকেই আমরা আইন শৃঙ্খলা রক্ষার্থে বেতকা চৌরাস্তায় অবস্থান নিয়েছি। সকাল থেকেই এই পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। যানবাহন চলাচলেও কোনো প্রকার প্রতিবন্ধকতা হয়নি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল