ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

অসহায় পান দোকানদারের পাশে পাবনা বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা

বার্তা কক্ষ
নভেম্বর ৬, ২০২৩ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : পাবনা পান দোকানদার মো: বাজু প্রামানিক (৬০) এর পাশে দাঁড়ান পাবনা শুভসংঘের বন্ধুরা।  বাজু প্রামানিক বাড়ি শহরের গোবিন্দা মহল্লায়, তিনি প্রায় ৭ বছর ধরে পান বিক্রি করেন পাবনা শহরের এল.এম.বি মার্কেটের প্রধান ফটকের সামনে। বাজু প্রামানিকের তিন মেয়ে এক ছেলে। মেয়ে দুইটা বিয়ে হয়ে গেছে। ছেলে সোহেল বাসের হেল্পার সংসার থেকে আলাদা। পান বিক্রি করে তিনজনের সংসার চলে বাজু প্রামানিকের।  অত্যন্ত বিশ্বস্ত হওয়ায় এল.এল.বি মার্কেটের সবাই তাকে ভালবাসেন ও সব সময় পাশে থাকেন। শুভসংঘের উপহার পেয়ে বাজু প্রামানিক বলেন খুব সুন্দর লাগতেছে, আমি এখন আরো ভালো করে ব্যবসা করতে পারবো এজন্য শুভসংঘকে ধন্যবাদ জানাই।  আজ সোমবার (৬ নভেম্বর ) বিকালে পাবনা শহরের এল.এম.মি মার্কেটের পাশে পান অসহায় দোকানদার বাজু প্রামানিককে চিপ্স, চকলেট, বিস্কুট, ডালভাজাসহ বিভিন্ন ধরনের মালামাল উপহার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক সুচিত্রা পূজা, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আলী আকবর রাজু, পাবনা জেলা শাখার উপদেষ্টা মাহবুবুল আলম ফারুক, পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, পাবনা জেলা শুভসংঘের সহ সভাপতি বাবলা ওয়াজেদ, সমাজ সেবা সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা কমিটির কার্যকরী সদস্য আসাদুল ইসলাম জনম, পাবনা সদর উপজেলার শাখার সভাপতি ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক নুসরাত জাহান স্বর্ণা প্রমুখ।  শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুচিত্রা পূজা বলেন বসুন্ধরা শুভসংঘ সব সময় অসহায় মানুষের পাশে থাকে তারই অংশ হিসেবে পাবনায় অসহায় দরিদ্র বাজু প্রামানিকের দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল