ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বে সরকারি স্যাটালাইট টিভি চ্যানেল মোহনা টিভির ১৪ বছরে পদার্পন উপলক্ষ্যে কেক কেটে শুভজন্মদিন পালন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় ঈশ্বরদীর একটি রেস্টুরেন্টর হলরুমে আলোচনা শেষে আনন্দঘন পরিবেশে মোহনা টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় মোহনা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লা হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলী মালিথা, দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, এসআই ইকবাল মাহমুদ। এ সময় আরা উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মহসিন, সময় টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি সবুজ মোল্লা, আনন্দ টেলিভিশন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি বায়জিদ বোস্তামি, ভোরের ডাক পত্রিকার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি এম আর রাসেল হোসাইন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য মোহনা টেলিভিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল