ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

উত্তরণ পাবনার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বার্তা কক্ষ
নভেম্বর ১৩, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :  পাবনা জেলা পরিষদ রশিদ হলে ১৩ নভেম্বর বিকেল ৪ টায় পাবনা উত্তরণের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত এর মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধকঃকবি ও গবেষক মজিদ মাহমুদ
১৬তম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি কবি- গীতিকার ও বাচিক শিল্পী আলমগীর কবীর হৃদয়।
উত্তরণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উংসব -২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ – ভারত শিল্পীরা   উপস্থিত হয়ে এক  মিলনমেলার ভাতৃত্বের সেতু বন্ধন তৈরি করেন।  অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন,দৈনিক এরোমনি প্রতিদিন এ  সম্পাদক আলহাজ্ব মাহবুব  আলম ফারুক , সাবেক সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা সভাপতি আবুল কাশেম, ভারতের পশ্চিম অঞ্চল থেকে
আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন – নাট্যকর্মী ও প্রাবন্ধিক সত্যকাম বাগচী,কবি ও সাংবাদিক আবদুল কাইউম,সম্পাদক, আহ্নিক পত্রিকা পূবালী দেব,কন্ঠশিল্পী সন্জিব ব্রজবাসী,স্থির চিত্রগ্রাহক রাহুল সরকার
কথা সাহিত্যের মধ্যে আরো অনেকে আলোচনায় অংশগ্রহন করেন।
উত্তরণ শিল্পী গোস্টির মধ্যে নিত্য শিল্পী সুমন,আব্রিতিকার রওশন আক্তার, প্রমুখ।
বিশেষ অতিথির মধ্যে আরো উপস্থিত ছিলেন –  সাংবাদিক কাজী মাহবুব মোর্শেদ বাবলা,নবী নেওয়াজ, হুমায়ূন কবির, পলাশ।
শিশু শিল্পীদের গান ও কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল