ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

ভাঙ্গুড়ায় গোয়াল থেকে কৃষকের মহিষ চুরি

বার্তা কক্ষ
নভেম্বর ২১, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভাঙ্গুড়া প্রতিনিধি, মো: আখিরুল ইসলাম : পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া চড়-পাড়া গ্রামে এক কৃষকের বাড়ি থেকে একটি মহিষ চুরি হয়েছে। তার নাম হাসনু আহমেদ (৫৫)। তিনি ওই গ্রামের মৃত যবু প্রামাণিকের ছেলে। মহিষ মালিকের দাবি, প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, প্রতিদিনের মতো বাড়ির উঠানে গোয়াল ঘরে লোহার শিকলের মাধ্যমে তালা দিয়ে দুটি মহিষ বেধে রাখেন হাসনু। গভীর রাতে গোয়ালে থাকা দুটি মহিষের গলার শিকল কেটে একটি মহিষ ট্রাকে তোলেন চোর চক্রের সদস্যরা। এসময় এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে অস্ত্র দেখিয়ে চক্রের সদস্যরা একটি মহিষ নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্থ কৃষক হাসনু আহমেদ বলেন, নিজের শেষ সম্বল বলতে দুইটি মহিষই। প্রতিদিন গোয়াল ঘরে মহিষ দুটি বেঁধে রেখে সারারাত জেগে পাহারা দেই। গতকাল শরীরটা খারাপ থাকায় রাত ১২টার দিকে ঘুমিয়ে পরি। রাতে হঠাৎ গাড়ির শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে একটি মহিষ নেই। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন, বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি যাওয়া মহিষ উদ্ধারের জন্য পুলিশী অভিযান চলছে।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল