ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

নৌকা প্রতীকে লড়বেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৩৮ নেতা

বার্তা কক্ষ
নভেম্বর ২৬, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

এরোমনি প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন ৭৮ জন। এর মধ্যে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩৮ নেতা।

২৬ নভেম্বর, রবিবার বিকেল সোয়া ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি জানান, গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নোয়াখালী-৫ আসনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন ১৬ জন। এর মধ্যে দলের মনোনয়ন পেয়েছেন ১১ জন। গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সভাপতিমণ্ডলীর সদস্য শেরপুর-২ আসনে বেগম মতিয়া চৌধুরী, গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিম, ফরিদপুর-৪ আসনে কাজী জাফর উল্লাহ, টাঙ্গাইল-১ আসনে ড. মো. আব্দুর রাজ্জাক, গোপালগঞ্জ-১ আসনে লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মাদারীপুর-২ আসনে শাজাহান খান, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), ঢাকা-২ আসনে অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা- ১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক, ফরিদপুর-১ আসনে আব্দুর রহমান ও গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক চারজনই পেয়েছেন মনোনয়ন। এর মধ্যে চট্টগ্রাম-৭ আসনে ড. হাছান মাহমুদ, কুষ্টিয়া-৩ আসনে মাহবুবউল আলম হানিফ, ঢাকা-৮ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মণি।

সম্পাদকমণ্ডলীতে রয়েছেন ১৯ জন। এর মধ্যে মনোনয়ন পেয়েছেন ৮ জন। তারা হলেন- বরিশাল-৪ আসনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, লক্ষ্মীপুর-৪ আসনে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, চাঁদপুর-১ আসনে তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মাদারীপুর-৩ আসনে প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কুমিল্লা-১ আসনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, মুন্সিগঞ্জ-৩ আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, নড়াইল-২ আসনে যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মর্তুজা, নেত্রকোণা-৩ আসনে সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

আওয়ামী লীগের ৮জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে মনোনয়ন পেয়েছেন ৬ জন। তারা হলেন- নেত্রকোনা-৫ আসনে আহমদ হোসেন, জয়পুরহাট-২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খুলনা-৩ আসনে এস এম কামাল হোসেন জামালপুর-৩ আসনে মির্জা আজম, পটুয়াখালী-১ আসনে অ্যাডভোকেট আফজাল হোসেন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল।

দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছেন ২৭ জন। এর মধ্যে মনোনয়ন পেয়েছেন ৭ জন। তারা হলেন- বরিশাল-১ আসনে আবুল হাসনাত আবদুল্লাহ, রাঙামাটি-১ আসনে দীপঙ্কর তালুকদার, হবিগঞ্জ-১ আসনে ডা. মুশফিক হোসেন চৌধুরী, ঢাকা-১৭ আসনে অধ্যাপক আলী আরাফাত, ঢাকা-৪ আসনে সানজিদা খানম, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন ও ঢাকা-৬ আসনে মোহাম্মদ সাঈদ খোকন মনোনয়ন পেয়েছেন।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল