ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

পাবনা এডওয়ার্ড কলেজে বার্ষিক সংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

বার্তা কক্ষ
নভেম্বর ৩০, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

এম এ খালেক খান :  পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বার্ষিক সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে ২৯ নভেম্বর সকাল ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোঃ মাহবুব সরফরাজ। বার্ষিক সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগীতার  আহবায়ক প্রফেসর মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ মাহবুব হাসান প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন মানুষের শরীরের জন্য যেমন পুষ্টির প্রয়োজন, তেমনি মনের পরিতৃপ্তির জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। তারা আরো বলেন, ইদানিং বাচ্চারা পড়ালেখা বাদ দিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি ঝুকে পরছে।বিশেষ করে ক্রীকেট খেলা নিয়ে  তারা বেশী মাতামাতি করছে। বক্তারা এদিকে খেয়াল রাখতে শিক্ষার্থী অভিভাবকদের প্রতি আহবান জানান। বক্তারা আরো বলেন প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ ও সুনাগরিক হতে হলে খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। এসব কর্মকাণ্ড উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি আমাদের শরীর ও মনকে সতেজ রাখে। সেই সাথে শিক্ষার্থীদের অবশ্যই বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে ও শৃঙ্খলার সাথে জীবন পরিচালিত করতে হবে।  নভেম্বর ২০ থেকে ২৩ তারিখ ৪ দিন ব্যাপী সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগীতায় প্রায় ২ শতাধিক শিক্ষার্থী ৩৬ টি ইভেন্টে অংশ গ্রহণ করে। প্রতিযোগীতায় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনন্যা কুন্ডু ও সমাজ বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন প্রভাষক অঞ্জন কুমার ও রোজিনা আক্তার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল