ঢাকাসোমবার , ১১ ডিসেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

চট্টগ্রাম বন্দরে দুই দেশ থেকে এলো ২২৬ টন পেঁয়াজ

বার্তা কক্ষ
ডিসেম্বর ১১, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে গত দুই দিনে আমদানি হয়েছে ২২৬ টন পেঁয়াজ। চীন এবং পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়েছে। চলতি বছরের জুলাই থেকে আজ (সোমবার) পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে মোট ২ হাজার ৬৪৫ টন পেঁয়াজ খালাস হয়েছে।

১১ ডিসেম্বর, সোমবার চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, রোববার চীন থেকে আসা ১৬৮ টন পেঁয়াজ ছাড়পত্র দেয়া হয়েছে। আর আজ (সোমবার) পাকিস্তান থেকে আসা ৫৮ টন পেঁয়াজ ছাড়পত্র দিয়েছি।

খালাসের অপেক্ষায় রয়েছে অনেক পেঁয়াজ। এ নিয়ে গত ১০ দিনে চীন এবং পাকিস্তান থেকে আমদানি হয়েছে প্রায় এক হাজার টন পেঁয়াজ।

ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে। শুক্রবার এ খবরের পর থেকেই দেশের বাজারে এই পণ্যের দাম বাড়াতে শুরু করে।

কয়েকদিনের ব্যবধানে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম অন্তত ৫০ থেকে ৮০ টাকা বেড়ে প্রতি কেজি খুচরায় বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল