ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

পাবনায় শ্রমিক লীগের প্রতিনিধি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বার্তা কক্ষ
ডিসেম্বর ১৩, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

এম এ খালেক খান : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা-৫ আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স কে নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা ও সদর উপজেলা শাখার কর্তৃক আয়োজিত প্রতিনিধি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৩ ডিসেম্বর আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। পাবনা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, আমিরুল ইসলাম মোমিন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারিক হোসেন, দপ্তর সম্পাদক এম.রুহুল আমিন, পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সালাম ও জেলা মহিলা শ্রমিক লীগের নেত্রী তুরানী বেগম প্রমুখ। এসময় রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হাসান পাভেল, সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সরকার, মোঃ শেখ রনি, সদস্য আমিনুর রহমান খান মানিক, মোঃ এনামুল হক; আঃ খালেক মুন্সি, আঃ মতিন, মেহেদি হাসান পুটিং, নয়ন হোসেন, জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে পাবনা-৫ আসনে পরপর ৪ বার বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক নৌকা প্রতীকে মনোননয়ন পাওয়ায় পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের হাতে ফুলের তৈরি নৌকা দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান, সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শেখ রনি ও মেহেদি হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল