ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ‘তথ্য অধিকার আইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বার্তা কক্ষ
ডিসেম্বর ১৩, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মকর্তাদের নিয়ে ‘তথ্য অধিকার আইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর, বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ সচিব) মো. মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মর্তুজা তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, কোন একটি প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ। সবার যেমন তথ্য জানার অধিকার রয়েছে, তেমনি তথ্য দেয়ার ক্ষেত্রে আমাদেরও জানতে হবে, গোপনীয় তথ্য দেয়ার ক্ষেত্রে আইন কি বলে। কারণ গোপনীয় তথ্য অনেক সময় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গোপনীয়তা নষ্ট করতে পারে।

এসময় উপাচার্য সবাইকে সেমিনার উপভোগের পাশাপাশি সেমিনারে পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়গুলো জানার আহ্বান করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন।

 

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল