ঢাকাবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

মালিতে প্যারেড কমান্ডার এসআই অসিত কুমার বসাক

বার্তা কক্ষ
ডিসেম্বর ১৪, ২০২৩ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

পলাশ হোসেন , বিশেষ প্রতিনিধি : পশ্চিম আফ্রিকার মালি দেশটিতে ক্রমবর্ধমান সহিংস চরমপন্থার প্রতিক্রিয়া জানাতে বাহিনী অপর্যাপ্ত ছিল বলে অভিযোগ করা সরকারের অনুরোধের পরে জাতিসংঘ সোমবার মালিতে তার ১০ বছরের শান্তিরক্ষা মিশন শেষ করেছে।
বর্তমানে মালিতে বাংলাদেশ পুলিশের ১৪০ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ শান্তিরক্ষী বাহিনী হিসেবে কোম্পানি কমান্ডার জনাব মো: মহিদুল ইসলাম পিপিএম পুলিশ সুপার ( বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর নেতৃত্বে সুনামের সহিত কাজ করছে।
এরই ফলশ্রতিতে গত ১২ এবং ১৩ ডিসেম্বর মালিতে মিশন প্রধান স্পেশাল রিপ্রেজেনন্টেটিভ অব সেক্রেটারী জেনারেল ( জাতিসংঘ) এম ইল-গাসিম ওয়েন এবং পুলিশ কমিশনার জেনারেল বেটিনা প্যাট্রিসিয়া বোগানি বাংলাদেশ পুলিশ বাহিনীর ১৪০ জন্য সদস্যকে মেডেল পরিয়ে দেন এবং মালিতে শান্তিরক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রসংসা করেন।
উল্লেখ্য, অদ্য ১৩ ডিসেম্বরে মেডেল প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের পাবনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নি:) অসিত কুমার বসাক।
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, পাবনা জেলা গোয়েন্দায় কর্মরত এসআই (নি:) অসিত কুমার বসাক একজন চৌকশ পুলিশ অফিসার পাবনা জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, সন্ত্রাস দমন সহ বিভিন্ন চাঞ্চলকর হত্যা, ডাকাতি, চুরি মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। তিনি বর্তমানে মালিতে শান্তি রক্ষী মিশনে কর্মরত আছেন।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল