ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় প্রয়োজন : হানিফ

বার্তা কক্ষ
ডিসেম্বর ২৪, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

দেশের উন্নয়ন-অগ্রগতির স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার হরিনারায়ণপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, দশ বছর আগেও কুষ্টিয়া দেশের অন্যান্য জেলা থেকে পিছিয়ে ছিল, উন্নয়ন বঞ্চিত ছিল। আমার পরিকল্পনা ছিল এ জেলার উন্নয়ন করা। উন্নয়ন করার জন্য যা যা দরকার আমি তা করার চেষ্টা করেছি। অবহেলিত কুষ্টিয়াকে এগিয়ে নিয়েছি। কিছু উন্নয়ন কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। এগুলোর বাস্তবায়ন হলে গোটা কুষ্টিয়ার চিত্র বদলে যাবে।

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, মানুষের কাছে উন্নয়ন-অগ্রগতির পাশাপাশি দরকার শান্তি। একসময় এই কুষ্টিয়া সন্ত্রাসী জনপদ এলাকা ছিল। আমার লক্ষ্য ছিল উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়া থেকে সন্ত্রাস নির্মূল করা। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের কঠোরভাবে দমন করার চেষ্টা করেছি।

হানিফ বলেন, বিএনপি-জামায়াত তাদের রাজনৈতিক আদর্শের কারণে নির্বাচনে আসেনি। তাদের রাজনীতির উদ্দেশ্য যদি দেশের উন্নয়নের জন্য, জনকল্যাণে হয় তাহলে এই নির্বাচন দল-মত নির্বিশেষে সবাই সমর্থন করুন।

দেশের কাজ করছি, কুষ্টিয়ার জন্য কাজ করছি। নির্বাচনে আপনারা (বিএনপি) নেই কিন্তু সমর্থন তো করতে পারেন। সবাই সমাজে যদি মিলেমিশে এক থাকতে পারেন। তাহলে কেন সবাই মিলেমিশে ভোট দিতে পারবেন না?

তিনি বলেন, কুষ্টিয়ার উন্নয়নে অতীতে যেভাবে কাজ করেছি, নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন তা করবো- এই প্রতিশ্রুতি দিচ্ছি।

এসময় ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সকল ভোট প্রদানের আহবান জানান তিনি।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল