ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

মাদক ব্যবসায়ী গ্রেফতার পাওয়া গেলো ২১২৫ লিটার চোলাই মদ

বার্তা কক্ষ
ডিসেম্বর ২৫, ২০২৩ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফাহাদ মোল্লা : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামস্থ এলাকায় র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দলের হাতে

গ্রেফতার হলো ০২ মাদক ব্যবসায়ী। গ্রেফতার কৃতরা হলেন শ্রী জাসদ টুডু (২৭) এবং শ্রী হিরালাল মরমু (৩০) এরা এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। গহীন জঙ্গলের ভিতরে পরিত্যাক্ত ঘরে মদের বিশাল কারখানায় তারা চোলাই মদ তৈরী করতো। সেখানে তারা প্রতিনিয়ত মদ প্রস্তুত করতো এবং বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে বিপুল পরিমাণ মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতার কৃতরা রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামস্থ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার সিন্ডিকেট গড়ে তুলে। শ্রী জাসদ টুডু (২৭), ও হিরালাল মরমু (৩০), উভয়্কে ২১২৫ লিটার চোলাই মদ সহ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে
রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল