ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব

যুগের বিবর্তনে হাড়িয়ে যাচ্ছে বাশ ও বেত শিল্প 

বার্তা কক্ষ
মার্চ ১১, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ফাহাদ মোল্লা : 
 ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি বাঁশ শিল্প। এক সময় গ্রামের গৃহস্থালী কাজে বাঁশ ও বেতের তৈরী আসবাবপত্রের ব্যাপক ব্যবহার থাকলেও বর্তমানে আধুনিক সমাজে এর ব্যবহার একেবারেই কমে গেছে। এজন্য বাজারে বাঁশ ও বেতের তৈরী আসবাবপত্রের চাহিদা না থাকায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি বাঁশ ও বেত শিল্প। বাঁশ ও বেত শিল্পিরা জীবিকা নির্বাহের জন্য তাদের বাপ-দাদার আদি কালের পেশা ছেড়ে দিয়ে এখন নতুন পেশায় ধাবিত হচ্ছে। এখনও যারা পূর্ব পুরুষের রেখে যাওয়া আদি পেশা ধরে রয়েছেন তাদের জীবিকা চলে কোনো রকমে। জানা যায়, বর্তমানে স্বল্প দামে হাতের নাগালে প্লাস্টিক সামগ্রী পাওয়ায় কুটির শিল্পের চাহিদা আর তেমন নেই। তাছাড়া দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এ শিল্পের কাঁচামাল বাঁশ ও বেত। এখন আর আগের মতো বাড়ির আশেপাশে বাঁশ ও বেত গাছ রাখছে না কেউ। সেগুলো কেটে বিভিন্ন চাষাবাদসহ দালান কোঠা তৈরি করছে মানুষ। তাই কাঁচামাল আর আগের মতো সহজে পাওয়া যায় না। তবে এখনো গ্রামীণ উৎসব ও মেলাগুলোতে বাঁশ ও বেতের তৈরি খোল, চাটাই, খোলুই, ধামা, টোনা, পালল্টা, মোড়া, দোলনা, বুক সেল্ফ কদাচিৎ চোখে পড়ে।মুন্সিগঞ্জের টংগিবাড়ী তে  সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বালিগাও বাজারের পাশে একটি দোকানে প্রাচীন এই তৈজসপত্রের দেখা মিলে ।এই দোকানে গেলেই চোখে পড়বে হাতের তৈরি বিভিন্ন ডিজাইনের তৈজসপএের পসরা সাজিয়ে বসে আছে দোকানি উপজেলার বিভিন্ন প্রান্তর থেকে কারিগররা তাদের তৈরিকৃত পণ্য নিয়ে  আসেন এই দোকানে তবে  এখন আর তেমন বেচাকেনা হয়না বলেই জানান দোকানি হরিপদ সাহা আধুনিক তৈজসপএের ভিরে হারিয়ে যাচ্ছে দিন দিন এ শিল্প আব্দুর রহমান নামে এক ক্রেতার সাথে কথা হলে তিনি জানায়, ‘’আমি প্রতি বছর ধান কাটার সময় নতুন ঢাকী, কুলা কিনে থাকি। ধান মাড়াই থেকে শুরু করে বস্তায় ভরা পর্যন্ত এসব প্রয়োজন হয়।’’ বালিগাও বাজারে  বাঁশ-বেত  বিক্রি করতে আসা ষাটোর্ধ আহমদুল হক বলেন, বেত শিল্পের দুর্দিনে হাতে গোনা কিছু সংখ্যক পরিবার বেতশিল্পকে আঁকড়ে ধরে আছেন। অনেকে এ পেশা ছেড়ে অন্য পেশায় গেলেও পূর্ব পুরুষের হাতেখড়ি এই পেশাকে কিছুতেই ছাড়তে পারেননি তারা।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল