ঢাকারবিবার , ১৪ জুলাই ২০২৪
  1. ই পেপার
  2. ক্যাম্পাস
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. জীবনযাপন
  7. ধর্ম
  8. পাঠক কলাম
  9. পাবনা জেলা
  10. বাণিজ্য
  11. বাংলাদেশ
  12. বিজ্ঞান-প্রযুক্তি
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পাবনা টেকনিক্যাল স্কুল মাঠে ‘শহিদ তানজিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন

বার্তা কক্ষ
জুলাই ১৪, ২০২৪ ৭:০২ পূর্বাহ্ণ
Link Copied!

মনছুর আলম : গত ১২ মে ২০২৪ খ্রি. শুক্রবার বিকেল ৪ টায় পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ‘শহিদ তানজিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র শুভ উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সুযোগ্য মেয়রপতœী নিবেদিতপ্রাণ সমাজকর্মী কামরুন্নাহার লুনা এবং খেলার উদ্বোধন করেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের সভাপতি আলহাজ¦ শেখ রাসেল আলী ভিপি মাসুদ। আমন্ত্রিত অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রবিউল করিম, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, বনলতা সুইট্স এন্ড বেকারীর স্বত্বাধিকারী মো. মাসুদ রানা খোকন, লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম, ২ নং ওয়ার্ড কমিশনার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, এ্যাড. ফরহাদ হোসেন, আব্দুল মালেক, আব্দুল মান্নান, সিদ্দুকুর রহমান, ফজলুল হক, আব্দুল হাদী, মোকছেদ আলী, মঞ্জুর রহমান, ফাহিমা আক্তার পলি, জাকির হোসেন, সংগীত শিল্পী শামীমা রহমান প্রমুখ। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। মÐলপাড়া-রামচন্দ্রপুর মহল্লার যুব সমাজ তাদের ভালো লাগার দল বাংলাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, পুর্তগাল, সৌদি আরব এই আট দেশের জার্সি গায়ে ফুটবল খেলায় অংশ নিয়েছে; যা পরিচিতি পর্বে জানা যায়। ফুটবল টুর্নামেন্ট শুরুর আগে রামচন্দ্রপুর মহল্লা থেকে একটি ব্যান্ডপার্টি র‌্যালি বের করা হয়। শেখ রাসেল আলী ভিপি মাসুদের নেতৃত্বে উক্ত র‌্যালিতে প্রতিটি দল তাদের আলাদা আলাদা পতাকা নিয়ে অংশগ্রহণ করে। এছাড়া ফুটবল টুর্নামেন্টের সকল খেলোয়ারবৃন্দ, আমন্ত্রিত অতিথিগণ এবং মহল্লার শত শত ফুটবল প্রেমী এবং উৎসুক দর্শকবৃন্দ। প্রতিটি দলের খোলোয়ারদের পরিচিতি পর্ব শেষে বাংলাদেশের সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উদ্বোধনী দিনে দুটি দল অর্থাৎ পুর্তগাল এবং আর্জেন্টিনা জার্সি পরিহিত দল অংশ গ্রহণ করে এদের মধ্যে পুর্তগাল দুই/এক গোলে আর্জেন্টিনা জার্সি দলকে পরাজিত করে।

দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল