স্পোর্টস ডেস্ক
সুপার কাপের ফাইনালে আতালান্তাকে হারিয়ে শিরোপা জয়ের মধ্যে দিয়ে নতুন মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। তবে লা লিগার শুরুটা ভালো করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন্স। নিজেদের প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে পয়েন্ট খুইয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এতে রিয়ালের জার্সিতে অভিষেকটা রাঙাতে পারলেও, লা লিগায় শুরুটা ভালো হয়নি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের।
রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাতে মায়োর্কার মাঠে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। শুরুতে রদ্রিগোর চমৎকার গোলে এগিয়ে গেলেও, ঘরের মাঠে দুর্দান্ত কাম ব্যাকে বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে মায়োর্কা।
এদিন ম্যাচের পঞ্চম মিনিটে গোলের জন্য প্রথম শটটি নেয় মায়োর্কা। বক্সের ভেতর থেকে দানি রদ্রিগেসের প্রচেষ্টা লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে সামু কস্তার শট লাফিয়ে এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান কোর্তোয়া।
একটু পর নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে মায়োর্কার বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে, তবে প্রতিপক্ষের চ্যালেঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। রিয়ালের খেলোয়াড়রা পেনাল্টির আবেদন করলেও রেফারির সাড়া মেলেনি।
তবে দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ১৩তম মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। বক্সে ভিনিসিয়ুস জুনিয়রের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে ডান পায়ে শট নেন রদ্রিগো, দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল।
১৮তম মিনিটে রদ্রিগোর আরেকটি শট ঠেকান গোলরক্ষক। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে আন্টোনিও রুডিগারের জোরাল নীচু শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ২৫তম মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়ুসের পাসে দুরূহ কোণ থেকে পাশের জলে বল মারেন এমবাপ্পে।
প্রথমার্ধের শেষ দিকে সফরকারীদের ওপর চাপ বাড়ায় মায়োর্কা। বেশ কয়েকটি সুযোগও পায় তারা, তবে কাজে লাগাতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে মাঠে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। তবে ছন্দ ফিরতে বেশি সময়ও নেয়নি তারা। ৫৩তম মিনিটে রদ্রিগেসের কর্নার থেকে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন মুরিচি। ৬১তম মিনিটে ফের এগিয়ে যেতে পারত রিয়াল। তবে বক্স থেকে নেওয়া এমবাপ্পের শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক।
৭০তম মিনিটে তিনি সুযোগ পান আবারও। তবে গোলরক্ষকের প্রচেষ্টায় রক্ষা পায় মায়োর্কা। শেষদিকে বড় ধাক্কা খায় রিয়াল। বাঁশি বাজার ঠিক পূর্বে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ফেরলান্দ মেন্দি। লা লিগায় পরের ম্যাচে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে তাকে পাবে না লস ব্লাঙ্কোসরা।
সম্পাদক ও প্রকাশক – মোঃ মাহবুবুল আলম