ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্রুত ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
১৮ সেপ্টেম্বর, বুধবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘আওয়ামী লীগের এজেন্ট কাউকে ভিসি হিসেবে চাই না’ ‘নিশ্চুপ ঘুমিয়ে থাকা বেহায়া নির্লজ্জদের ভিসি হিসেবে চাই না’, ‘বসন্তের কোকিলেরা সাবধান, ঢাবি রাবিসহ অনেকে ভিসি পেল- ইবি কেন পিছিয়ে গেল’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে উপাচার্য নিয়োগ করা হয়েছে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশনজট বাড়ছে। আমরা এ সংকট নিরসসের জন্য অতিসত্তর উপাচার্য নিয়োগের দাবি জানাই। ভিসি হিসেবে কিøন ইমেজের একজনকে নিয়োগ দিতে হবে। এমন একজনকে ভিসি হিসেবে চাই যে সৎ,যোগ্য ও শিক্ষার্থীবান্ধব হবে।’ এছাড়া অন্য কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ না দেয়ার দাবি জানান তারা।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল