পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের ৬৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় ক্রিয়া প্রতিযোগীতাটি বিদ্যালয়ের নিজ প্রাঙ্গণ খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটিতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আনছার আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার।
বক্তব্যর শুরুতেই তিনি বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে তারই ধারাবাহিকতায় তোমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহন করতে হবে ।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সম্মানি সভাপতি মোঃ রায়হান আলী, সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক, প্রেস ক্লাবের সদস্য গিয়াস সরদার,সাংবাদিক গোলাম রাব্বি, সাংবাদিক খালিদ হোসেন সাংবাদিক বিকাশ কুমার দাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুজন আহম্মেদ,অষ্টমনিষা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, অষ্টমনিষা যুবদলের যুগ্ন আহবায়ক ইজাজুল ইসলাম, অষ্টমনিষা কৃষক দলের আহব্বায়ক সেলিম রেজা, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য মোঃ মোজাম্মেল হক ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
দিনব্যাপী ৩২টি ইভেন্টে ক্রীড়া- সাংস্কতি পর্ব এবং উদ্ধোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন,ভাঙ্গুড়া অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনছার আলী। পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন তিনি।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল