সামাজিক ও মানবিক সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও অসহায়দের জন্য ইফতার বিতরণ ও সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
শুক্রবার (৭ই মার্চ) পাবনা শহরের আবদুল হামিদ সড়কে শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। পরে লাইব্রেরি বাজারে সংগঠনের কার্যালয়ে ফাউন্ডেশনের সদস্য ও সাংবাদিকদের নিয়ে এক বিশেষ ইফতার ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক সাংবাদিক জুবায়ের খান প্রিন্স এবং পাবনা জেলা শাখার সভাপতি নারী উদ্যোক্তা আয়শা ইরা’র উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ইফতারের আগে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, মানবতার সেবায় নতুন উদ্যোগ এবং রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
পরিশেষে আলহাজ্ব মোঃ ওয়াছেকুজ্জামান খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আলাউদ্দিন হোসেন, আব্দুল্লাহ আল মোমিন, রাজিব জোয়ার্দার, এ কে মামুন, হৃদয় হোসাইন, আল আমিন, বাপ্পী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সমন্বয়ক মোঃ আকাশ খান ও মেহেদী হাসান জয়।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল