মাগুরায় ৭ বছরের শিশু ধর্ষণ ও নির্মমভাবে হত্যা চেষ্টার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় শিক্ষার্থীদের ’উই ওয়ান্ট জাস্টিস’, ’আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব দে’, ’আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁয় নাই’, ’ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এ সময় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ’পতিত আওয়ামীলীগ সরকার দেশে যে বিচারহীনতার সংস্কৃতি রেখে গেছে সেই বিচারহীনতার সংস্কৃতি এখনো চর্চা হচ্ছে। আমরা দেখেছি মাগুরায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। আমাদের জন্য এধরনের ঘটনা লজ্জার। এই সরকার ১৬ কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে, আমরা সরকারকে বলবো এসকল ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করুন। নাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ছেড়ে দিতে হবে।’
ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল আলী বলেন, মাগুরায় ৭ বছরের শিশুকে যে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এমন নয়, বরং তার গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গত তিন মাসে আমরা পত্রিকা খুললেই দেখতে পাই ধর্ষণ আর খুনের খবর। এমন ঘটনা প্রতিনিয়ত চলতে থাকলে মানুষের আইনের প্রতি আস্থা থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকার এখনও ঘুমিয়ে আছে, আমরা তাদের বলতে চাই জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করবেন না। আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করুন।
সম্পাদক ও প্রকাশক – মোঃ মাহবুবুল আলম