রমজানে নিত্যপণ্যের বাজারের তদারকির কার্যক্রমের জন্য গঠিত বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে ৪ প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন অপরাধের জন্য ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ দিনব্যাপী পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর, অনন্ত বাজার ও মোজাহিদ ক্লাব বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বিশেষ টাস্কফোর্স টিমের সদস্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
তিনি জানান, অভিযানে দক্ষিণ রাঘবপুর বাজারের হোসেন ফুডকে ২ লাখ টাকা, অনন্ত বাজারে সাত্তার ভান্ডারকে ৪ হাজার টাকা, মেসার্স আয়াত স্টোরকে ১ হাজা এবং লাবলী ফুড ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকির কার্যক্রমে উপস্থিত ছিল টাস্কফোর্সের সদস্য এবং পাবনা জেলা পুলিশের একটি টিম।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল