রমজানের ঈদকে সামনে রেখে মহাসড়কে বাড়তে শুরু করেছে যানজট। আর সেই যানজট মোকাবেলা ও দুর্ঘটনা রোধে পাবনার ঈশ্বরদীতে গাড়ি চালকদের নিয়ে অনুষ্ঠিত হলো সচেতনতা মূলক সভা।
রবিবার বেলা ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এ সভার আয়োজন করেন পাকশী হাইওয়ে থানা পুলিশ।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এবিএম মেহেদী মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া হাইওয়ে রিজিয়নের সহকারী পুলিশ সুপার, আলী আহম্মেদ হাশমি ,
এসময় আরও উপস্থিত ছিলেন‘ পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকু, হাইওয়ে পুলিশের সার্জেন্ট আতিক, এটিএসআই জাহাঙ্গীর, এএসআই সাজেদুল,এটিএসআই মকবুল সহ আরো অনেকেই।
এসময় বগুড়া হাইওয়ে রিজিয়নের সহকারী পুলিশ সুপার, আলী আহম্মেদ হাশমি বলেন, পুলিশের পাশাপাশি ড্রাইভাররাও যদি সচেতন হয় তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে এবং জনগণকেও এর পাশাপাশি সচেতন হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে।
দৈনিক এরোমনি প্রতিদিন ডটকম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রক্রিয়াধীন অনলাইন নিউজ পোর্টাল